ফরিদপুরে পুলিশ দম্পতির বাড়িতে ডাকাতি
ফরিদপুরের নগরকান্দায় এক পুলিশ দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়িতে থাকা পুলিশ সদস্য ও তার শ্বশুরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
সোমবার (৭ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গোড়াইল গ্রামের আলাউদ্দিন মাতুব্বরের ছেলে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও তার স্ত্রী পুলিশ কনস্টেবল উম্মে সালমা বেগমের বাড়িতে ৮-১০ জনের একটি ডাকাতদল ঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় উম্মে সালমা বেগম এবং তার শ্বশুর আলাউদ্দিন মাতুব্বর ঘরে ঘুমানো অবস্থায় ছিলেন। মুখোশধারী ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এবং আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশ কনস্টেবল উম্মে সালমা বেগম বলেন, ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৩ হাজার টাকা লুট করে গেছে।
উন্মে সালমা ফরিদপুর জর্জ কোর্টে কনস্টেবল পদে দ্বায়িত্বরত এবং তার স্বামী জাকির হোসেন উপপরিদর্শক (এসআই) পদে খুলনায় ট্রেনিংরত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো এজাহার জমা পড়েনি।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে
- ২ হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ গণভোট শুধু সরকারের প্রচারণা নয়, সবার দায়িত্ব: জ্বালানি উপদেষ্টা
- ৪ সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট, দাবি পুলিশের
- ৫ অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে: অর্থ উপদেষ্টা