ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিশ্ব মহাসাগর দিবসে কুয়াকাটায় ‘সি বিচ ক্লিনিং’ কর্মসূচি পালিত

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৮ জুন ২০২১

বিশ্ব মহাসাগর দিবসে পটুয়াখালীর কুয়াকাটায় `সি বিচ ক্লিনিং' কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) সকালে সৈকতের জিরো পয়েন্ট থেকে উভয় পাশে দুই কিলোমিটার এলাকা পরিষ্কার করা হয়।

jagonews24

এ সময় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক মিজানুর রহমান, ইকোফিশ-২ পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি ও মো. জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

টোয়াক’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমাদের সবার উচিৎ ময়লা আসার যে উৎপত্তিস্থলগুলো রয়েছে সেগুলোকে দ্রুত স্থানান্তর করা।

ট্যুর অপারেটর কেএম বাচ্চু বলেন, কুয়াকাটা সী বিচ পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। বিচ ট্যুরিস্টদের প্রধান খোরাক, বিচ পরিষ্কার রাখতে আমরা তাদের সঙ্গে কাজ করছি আমরা।

jagonews24

ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আমরা বিশ্ব মহাসাগর দিবসে সৈকত পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। আমরা যাতে সবধরনের প্লাস্টিকের বর্জ্যগুলো সমুদ্রে না ফেলি সেদিকে সবার নজর দিতে হবে।

আরএইচ/জিকেএস