ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে হাইমচরে মানববন্ধন

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৯ জুন ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে চাঁদপুরের হাইমচর উপজেলায় মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাইমচর বালক উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেনর সভাপতিত্বে মানববন্ধনে হাইমচরে অধ্যয়নরত চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীসহ হাইমচর মহাবিদ্যালয়, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়, নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় এবং পাশাপাশি হাইমচরের অবস্থিত সব মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।

jagonews24

শিক্ষার্থীদের পক্ষে তাদের চলমান দাবি সম্পর্কিত বক্তব্য দেন- চাঁদপুর সরকারি কলেজের অধ্যায়নরত ছাত্র ইমরান হোসেন, আবুল খায়ের ও চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল কাদের নাইম।

এ সময় তারা স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।

জহির খান/এসজে/এমকেএইচ