ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনির্দিষ্টভাবে এলাকার নাম বলতে পারছে না শিশুটি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৯ জুন ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আশিক নামের একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৮ থেকে ৯ বছর।

মঙ্গলবার (৮ জুন) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজে শিশুটির ছবি শেয়ার করে এতথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (৭ জুন) দিবাগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।

আশিকের বাবার নাম জালাল। তিনি পেশায় একজন বাসচালক।

তাদের বাসা রাজধানীর যাত্রাবাড়ীর আশপাশে বললেও সুনির্দিষ্টভাবে সে এলাকার নাম বলতে পারছে না।

আশিক জানিয়েছে, বড় ভাই মারুফের সঙ্গে মঙ্গলবার বিকেলে সাইনবোর্ড মোড় এলাকায় এসে সে হারিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজে শিশুটির ছবি শেয়ার করে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কেউ শিশুটিকে চিনে থাকলে ০১৩২০০৯০২৯৮ অথবা ০১৩২০০৯০৩৬৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।

এস কে শাওন/এসআর/এমএস