পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৯ জুন) দুপুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করে শতাধিক শিক্ষার্থী।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সরকারি এডওয়ার্ড কলেজের সুনাম রয়েছে সারা দেশে। কিন্তু এ প্রতিষ্ঠানের অভিভাবক অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদার কলেজের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাৎ করে সম্মান ক্ষুণ্ণ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শেষে মামলা দায়ের করেছে। তিনি দীর্ঘ সময় কলেজের দায়িত্বে থেকে বিভিন্ন খাত থেকে চেকের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা দুর্নীতিবাজ অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, সরকারি এডওয়ার্ড কলেজের একাধিক ব্যাংক একাউন্ট থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সোমবার (৭ জুন) কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কলেজের ৪টি তহবিল থেকে ১১৮টি পৃথক চেকের মাধ্যমে ৫৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে।
আমিন ইসলাম/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা