ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা, ৩ ঘণ্টায় চার্জশিট

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৯ জুন ২০২১

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর করা যৌতুক ও নির্যাতন মামলায় মিজানুর রহমান নামের এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে মামলাটি করেন মিজানুর রহমানের স্ত্রী রুমি আক্তার। এ মামলায় তিন ঘণ্টার মধ্যে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক বলেন, স্ত্রীর করা মামলায় ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মাত্র তিন ঘণ্টার মধ্যে মামলার চার্জশিট গঠন করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মিজানুর রহমান উপজেলার লাংগুলিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হোসেনপুর গ্রামের আবদুল মজিদের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ নভেম্বর মিজানুর রহমানের সঙ্গে উপজেলার দাড়িয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মেয়ে রুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় রুমির বাবা মেয়েকে চার ভরি স্বর্ণালঙ্কার দেন। বিয়ের পরের বছর মিজানুর একটি মোটরসাইকেল দাবি করেন। জামাতাকে দেড় লাখ টাকার একটি মোটরসাইকেলও কিনে দেন। ২০১৭ সালে রুমির গর্ভে কন্যাসন্তান আসে। অস্ত্রোপচারের জন্য শ্বশুরের কাছ থেকে ২০ হাজার টাকা নেন মিজানুর। দুই বছর আগে চাকরিতে সমস্যার কথা বলে শ্বশুরের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা আদায় করেন তিনি। চার মাস ধরে আরও দুই লাখ টাকা দাবি করে স্ত্রী রুমিকে নির্যাতন করে আসছিলেন মিজানুর।

এসব ঘটনার জেরে কিছুদিন আগে মিজানুর তার স্ত্রীকে তালাক দেন। তালাকের খবর পেয়ে মঙ্গলবার রাতে রুমি আক্তার বাদী হয়ে স্বামীকে একমাত্র আসামি করে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে সখীপুর থানায় মামলা করেন।

আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম