ভাগাড়ে পড়ে ছিল নবজাতকের মরদেহ
চাঁদপুরের ফরিদগঞ্জে ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুন) বিকেলে শহরের রূপসা রাস্তার মোড় এলাকার একটি ময়লার স্তূপ (ভাগাড়) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার একটি ভাগাড়ে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। রাতের আঁধারে কেউ ভাগাড়ে শিশুটির মরদেহ ফেলে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন নবজাতকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এএসএম