ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কচুরিপানার সঙ্গে ভাসছিল ৫ মাস বয়সী শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৩:০২ পিএম, ১২ জুন ২০২১

মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা পাঁচ মাস বয়সী এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকার নদীর তীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

jagonews24

মুন্সিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডল জানান, কচুরিপানার সঙ্গে অজ্ঞাত এক শিশুর মরদেহ ভাসছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসএমএম/এমকেএইচ