দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মো. লোকমান হোসেন (৩৮) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মো. বিপ্লব (২৪) নামে অপর একজন আহত হয়েছেন।
নিহত লোকমান হোসেন দিনাজপুর সদর উপজেলার মহাবলীপুর গ্রামের মো. আব্দুল আজিজের পুত্র। আহত বিপ্লব হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শনিবার সন্ধ্যা সাড়ে ৮টায় সদর উপজেলার দিনাজপুর-রংপুর সড়কের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে সামনে এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার এসআই সুমন পারভেজ জানান, সন্ধ্যা সাড়ে ৮টায় লোকমান হোসেন এবং বিপ্লব মটরসাইকেল নিয়ে দিনাজপুর শহর থেকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ী ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় লোকমান হোসেন ঘটনাস্থলেই নিহত হন। বিপ্লবকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত বিপ্লবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪