নারায়ণগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ বাজার এলাকা থেকে ১১৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।
রোববার (১৩ জুন) রাত সাড়ে ১২টায় র্যাব-১১ -এর সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার (১২ জুন) রাত ৯টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো. মাসুম (২৭), মো. রুবেল (৩০) ও মো. ইমন (২২)।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবৎ ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। পরস্পর যোগসাজশে তারা মাদক ব্যবসা করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
এস কে শাওন/এমএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ