ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত খানা-খন্দ, ২০ কি.মি. যানজট

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৩ জুন ২০২১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচ এলাকা পর্যন্ত মহাসড়কের প্রায় ২০ কিলোমিটারজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

এতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৪ কিলোমিটার অংশ পাড়ি দিতে ৪-৫ ঘণ্টার বেশি সময় লাগছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত খানা-খন্দের সৃষ্টি হওয়ায় রোববার (১৩ জুন) সকাল থেকে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

jagonews24

জানা গেছে, রোববার বেলা ১১টায় এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গগামী লেনে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে মহসড়কে যানজট থাকায় আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাচল করছে অনেক যানবাহন। অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা-ভূঞাপুর সড়ক লিঙ্ক রোডে তৈরি হচ্ছে গাড়ির জটলা।

ঢাকাগামী বাসচালক রহিম মিয়া বলেন, বঙ্গবন্ধু থেকে এলেঙ্গা পর্যন্ত আসতেই আমার প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। স্বাভাবিক সময়ে এ দূরত্ব সর্বোচ্চ ১০-১২ মিনিটে যাতায়াত করা যায়। যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

jagonews24

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে সৃষ্ট খানা-খন্দে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এছাড়া অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে।’

তিনি বলেন, ‘আজ রোববার ভোর থেকে যানবাহনের চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। আশা করি- বিকেল নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

আরিফ উর রহমান টগর/এএএইচ/জেআইএম