কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, আখাউড়ায় যুবক গ্রেফতার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সাইফুল মিয়া (২০) নামের এক যুবককে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৪ জুন) ভোরে উপজেলার উত্তর ইউনিয়নের আহমেদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নাপিতেরচর এলাকার শহীদ মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, সাইফুল মিয়া বাড়ি বাড়ি গিয়ে ডিশ ব্যবসার বিল সংগ্রহ করতেন। সে সুবাধে ওই স্কুলছাত্রীর বাড়িতে আসা যাওয়া ছিল। তখন থেকেই ফাঁদ পাতেন। ১২ জুন সকালে প্রাইভেট পড়ে ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে একটি ঝুপড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর সাইফুল পালিয়ে যান।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি সাইফুল মিয়া স্বীকার করেছেন।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা