ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাপ্তাইয়ে অস্ত্র-গুলিসহ যুবক আটক

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৬ জুন ২০২১

রাঙ্গামাটির কাপ্তাইয়ে উছাইমং মারমা ওরফে নিথোয়াই (৩৪) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (১৬ জুন) উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নে চন্দ্রঘোনা থেকে তাকে আটক করা হয়।

jagonews24

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ডলুছড়ি পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় দুটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ উছাইমং মারমাকে আটক করা হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে।

শংকর হোড়/আরএইচ/জিকেএস