২ বছরেও বাড়ি ফেরেনি ঠাকুরগাঁওয়ের সাদ্দাম
ঠাকুরগাঁও সদর উপজেলার পাইকপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৫) দুই বছর ধরে নিখোঁজ রয়েছেন।
জানা যায়, সাদ্দাম হোসেন তিন বছর আগে ঢাকায় যান কাজের উদ্দ্যেশে। প্রথম এক বছর বাড়িতে যাতায়াত করেন এবং টাকা পাঠান পরিবারের জন্য। এরপর প্রায় দুই বছর অতিবাহিত হয়ে গেলেও সাদ্দমের কোনো খবর পাওয়া যায়নি। সাদ্দাম যে মোবাইল ফোনে বাড়িতে যোগাযোগ করতেন সেই ফোনে বারবার যোগাযোগ করেও সাদ্দমের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে দুই বছরেও সন্তানের দেখা না পেয়ে শয্যশায়ী দরিদ্র বাবা-মা শেষবারের মতো হলেও দেখে যেতে চান সাদ্দামকে।
সাদ্দামের বাবা রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুই বছর আগে সাদ্দামের সঙ্গে শেষ কথা হয়। সে আমাকে তার বোনকে বিয়ে দেয়ার জন্য ছেলে দেখতে বলে। বোনের বিয়ের খরচের টাকাও দিতে চায় নিখোঁজ সাদ্দাম। তবে সেই থেকে আজও তার কোনো খবর পায়নি পরিবার।
সাদ্দামের বাবা রফিকুল ইসলাম আরও বলেন, জীবিত থাকা অবস্থায় নিখোঁজ সাদ্দামকে দেখতে পেলে মরেও শান্তি পেতাম।
রবিউল এহসান রিপন/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল