ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাশে বসে চিকিৎসক, রোগী দেখছেন দৈনিক হাজিরার কর্মচারী

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৭ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই রোগীদের। রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার, দৈনিক হাজিরার কর্মচারী দিয়ে রোগীদের চিকিৎসা দেয়া, দালাল ও খেয়াল-খুশি মতো হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে হাসপাতালটিতে গিয়ে অভিযোগের সত্যতা মেলে।

হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, নিচতলার ১১২নং কক্ষে দুইপাশে দুইজন চিকিৎসক বসে আসেন। এই কক্ষে বসেন মেডিসিন ও হৃদরোগের চিকিৎসকরা। বেলা ১১টা ৪৫ মিনিটে একজন রোগী ওই কক্ষে আসেন। রোগী ওই কক্ষে ঢোকার পর চেয়ারে বসিয়ে দরজায় পাহারাদারের দায়িত্বে থাকা সিবু নামের দৈনিক হাজিরা কর্মচারী কানে স্টেথোস্কোপ লাগিয়ে তার শারীরিক অবস্থার নিরীক্ষা করেন। এসময় পাশেই বসে ছিলেন মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক মুনির হোসেন ও চিকিৎসক মুস্তাফিজুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক মুনির হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি তেমন কিছুই না। আমি অনেক সময় ওয়ার্ডে রাউন্ডে থাকি। আমার কক্ষে বেশিরভাগ রোগীই বুকব্যথা নিয়ে আসে। সে সময় আমার কক্ষে যে স্টাফ থাকে আমি আসার আগে সে রোগীদের ইসিজি করে আসতে বলে। এটা আমার ও রোগীর সুবিধার্থে করে থাকে।’

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ফখরুল আলম আশেক বলেন, ‘চিকিৎসক ছাড়া অন্য কেউ এমনটি (স্টেথোস্কোপ দিয়ে রোগী দেখা) করতে পারেন না। যিনিই রোগীর সঙ্গে এমন করবেন তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে ছয়জন দালালকে আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম