ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিধিনিষেধের মধ্যে বিয়ের আয়োজন, দুই কমিউনিটি সেন্টারের জরিমানা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৮ জুন ২০২১

টাঙ্গাইলে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করায় দুই কমিউনিটি সেন্টার মালিককে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ জুন) বিকেলে শহরের রেজিস্ট্রিপাড়া ও ভিক্টোরিয়া রোডে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ১৬ জুন মন্ত্রিপরিষদের এক সভায় রিসোর্ট, বিনোদন কেন্দ্র ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান-বিয়ে, জন্মদিন, পিকনিক স্পট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশ অমান্য করে বিয়ের আয়োজন করায় ১৮৬০ সালের ২৬৯ ধারায় সিলমি কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা ও ভিক্টোরিয়া ফুড জোনকে দুই হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/জেডএইচ/এএসএম