ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:০১ পিএম, ২০ জুন ২০২১

সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ লাখ টাকার হেরোইনসহ মো. মিজানুর রহমান (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৯ জুন) রাতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২০ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার মিজানুর নওগাঁর পোরশা থানার দক্ষিণ লক্ষীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

PIC-(4).jpg

র‍্যাব-১২ এর অ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গার থানার রাধানগরে অভিযান চালায় র‍্যাব। এসময় ১৯০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মিজানুরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর জানান, দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করতেন তিনি।

রোববার সকালে গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর জব্দকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস