ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনভর প্লাস্টিকের বস্তা নিয়ে কৌতূহল, পরে মিলল মরা কুকুর

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২০ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দিনভর রাস্তার পাশে পড়ে থাকা এক প্লাস্টিকের বস্তা নিয়ে চলে তুলকালাম।

রোববার (২০ জুন) উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক শিল্প এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি বস্তার মুখ খুলে একটি কুকুরের গলিত মরদেহ পায় পুলিশ।

এর আগে সকালে ওই এলাকায় এ বস্তাটি দেখতে পায় স্থানীয়রা। সকাল থেকে বিকেল পর্যন্ত এ নিয়ে চলে তোলপাড়। বস্তার ভেতরে কার মরদেহ রয়েছে ভেবে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান সড়কের পাশে বস্তাবন্দি একটি গলিত মরদেহ পড়ে থাকার কথা জানান। এরপর জেলা সদর হাসপাতালের ডোমকে নিয়ে মরদেহ উদ্ধার করতে যাই। সেখানে গিয়ে বস্তা খোলার পর দেখা যায় একটি কুকুরের মরদেহ।’

আবুল হাসনাত মো. রাফি/এসএমএম/এমকেএইচ