সিদ্ধিরগঞ্জে ‘কিশোর গ্যাংয়ে’র ৯ সদস্য আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার একটি চিহ্নিত ‘কিশোর গ্যাংয়ে’র ৯ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ছয়টি এসএস পাইপ ও তিনটি বিশেষ ধরনের ছুরি জব্দ করা হয়।
রোববার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- মিলন হোসেন (২৮), সারোয়ার হোসেন (২৬), আমিজ উদ্দীন জনি (২৭), মো. বাবু (২০), ইকবাল হোসেন (১৯),আরিফ হোসেন (২৬) ও মো. রবিন(১৮)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুইজনের নাম প্রকাশ করা হয়নি।
সোমবার রাত আড়াইটায় র্যাব-১১ এর উপ-পুলিশ কমিশনার (এএসপি) মো. সম্রাট তালুকদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আটককৃত এসব তরুণ-কিশোর ‘হোসেন গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তারা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এস কে শাওন/এসএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ