ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাবা-মায়ের সঙ্গে ভোট দিতে এসে স্কুলে খেলায় মত্ত শিশুরা

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২১ জুন ২০২১

করোনার কারণে স্কুল বন্ধ প্রায় দেড় বছর। স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। কবে স্কুল খুলবে তাও জানা নেই কারও। স্কুলে যাওয়া হয় না বলে খেলা হয় না স্লিপার, ঢেঁকি ও দোলনায় দোল খাওয়া।

সোমবার (২১ জুন) ছিল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচন। বন্ধ স্কুল-কলেজগুলোতে করা হয় ভোটকেন্দ্র।

ভোটের সুবাদে বোচাগঞ্জে সোমবার খুলেছিল ১০টি স্কুল। স্কুলগুলোতে খেলার যেসব সরঞ্জামাদি রয়েছে সেগুলোতেই খেলায় মেতে ওঠে বাবা-মায়ের সঙ্গে আসা শিশুরা।

jagonews24

বোচাগঞ্জ উপজেলার ইংলিশ স্কুলে গিয়ে দেখা যায়, বাবা-মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে আসা ছোট ছোট শিশু স্কুলের দোলনা, স্লিপার ও ঢেঁকিতে খেলায় মেতে উঠেছে।

মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে আসা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিয়া মনি বলে, ‘আমি সেতাবগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুলে পড়ি। আমাদের স্কুল বন্ধ, এই স্কুলটিও বন্ধ। আমার মা এই স্কুলে ভোট দিতে এসেছেন। আমিও মায়ের সঙ্গে এসেছি। স্কুলের দোলনাগুলোতে খেলছি, খুব মজা লাগছে। স্কুল বন্ধ থাকায় অনেক দিন স্কুলে যাওয়া হয় না, খেলা হয় না, আমি খেলতে পেরে আনন্দিত।’

ভোটকেন্দ্রে নিজের সন্তানকে নিয়ে ভোট দিতে আসা অভিভাবক কোরবান আলী বলেন, অনেক আগে ভোট দিয়েছি। বাড়ি ফিরব কিন্তু ছেলে কলিমুল্লাহ বাড়ি যেতে চাইছে না। সে স্কুলে স্লিপার দেখে বারবার উঠছে আর নামছে।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম