ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:২০ পিএম, ২১ জুন ২০২১

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২১ জুন) মধ্যরাতে শিবগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ী গ্রামের সেলিম প্রাং (৪০), কাতোহালী গ্রামের আব্দুর রশীদ (৩৮), খোলাহাস গ্রামের ফরিদ মিয়া (২৮) ও জাহেদ সরদার (৪৮), সারিয়াকান্দি উপজেলার ভাঘবেড় গ্রামের মাহফুজার রহমান (৩৮)।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১টার দিকে জেলার শিবগঞ্জ থানার শংকুর মোড়ের একটি বাগানে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি চাপাতি, দুইটি বার্মিজ, একটি টিকস্টেপ ও সিনথেটিক দড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/এএসএম