চিরিরবন্দরে ট্রাকচাপায় কৃষক নিহত
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় মো. আব্দুল কাদের (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টায় উপজেলার দিনাজপুর-রংপুর সড়কের ভূষিরবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিংগানগর গমীরপাড়া গ্রামের মৃত রহিদ উদ্দিনের ছেলে।
নিহত আব্দুল কাদেরের চাচাতো ভাই মো. মোতাহার হোসেন জানান, সোমবার ভোরে তিনি ভ্যানযোগে ধান বিক্রির উদ্দেশ্যে স্থানীয় রামডুবি হাটে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি ট্রাক ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। এ সময় ভ্যানচালক বুদু রায় আহত হয়।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এসএস/এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪