দর্শনা দিয়ে ফিরলেন আরও ৩৪ বাংলাদেশি
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ৩৪ নারী-পুরুষ দেশে ফিরেছেন। মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন ধাপে চেকপোস্টে পৌঁছালে করোনা পরীক্ষার পর তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, মঙ্গলবার দেশে ফেরাদের কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। পরে তাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সেখানে তারা নিজ খরচে ১৪ দিন অবস্থান করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন বলেন, এ পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে ৯৮৭ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে যুবক খুন: সাবেক কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
- ২ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ৩ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৪ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৫ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা