ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিডনি দুটি অকেজো, টাকার অভাবে চিকিৎসা বন্ধ হতদরিদ্র ফাতেমার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৩ জুন ২০২১

পঞ্চাশোর্ধ ফাতেমা বেগম। তার কিডনি দুটি অকেজো হয়ে গেছে। চিকিৎসকের পরামর্শে ডায়ালাইসিস শুরু করেছেন। এতদিন স্বজনরা পাশে থেকে সহযোগিতা করলেও এখন টাকার অভাবে থেমে আছে তার চিকিৎসা।

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামের মো. ছৈয়দ আলীর স্ত্রী ফাতেমা বেগম। তাদের কোনো ছেলে নেই। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। স্বামীও কর্মহীন। বয়স এবং অসুস্থতায় নিজেও কোনো কাজ করতে পারেন না। নিকট আত্মীয়রা তার চিকিৎসার খরচ চালিয়েছেন। এখন ডায়ালাইসিসের টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। তিনি টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

ফাতেমা বেগম বর্তমানে তিনি রাজধানীর শেরেবাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস ইউরোলজি হাসপাতালে ৪ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বেডে চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাত দিয়ে ফাতেমা বেগমের ভাতিজা কামরুজ্জামান জাগো নিউজকে জানান, জটিল রোগে ফাতেমা বেগমের দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। তার ক্রিয়েটিনিন লেভেল ২৩.৭, হিমোগ্লোবিনের মাত্রা ৪-এর কম এবং অক্সিজেন লেভেল ৮০-এর ঘরে। ডায়ালাইসিস করালে হয়তো কিছু দিন বাঁচানো যাবে তাকে।

তিনি আরও জানান, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চললেও এখন টাকার অভাবে ডায়ালাইসিসও করানো যাচ্ছে না। একমাত্র ডায়ালাইসিস করেই তাকে বাঁচিয়ে রাখা সম্ভব। বেঁচে থাকার তীব্র আকুতি নিয়ে সমাজের বিত্তবান প্রবাসীদের কাছে সহযোগিতা চেয়েছেন ফাতেমা।

০১৭৬-২৬১৫৫৪৬ (বিকাশ) নম্বরে যোগাযোগ করেই অসহায় ফাতেমার চিকিৎসার জন্য সাহায্য পাঠানো যাবে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস