ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নন্দীগ্রামে ১৩ চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৩ জুন ২০২১

বগুড়ার নন্দীগ্রামে চোরাই মোবাইলসহ নাজিম উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার (২২ জুন) রাতে উপজেলা বিজরুল এলাকায় অভিযান চালিয়ে নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে বিভিন্ন কোম্পানির ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/জেআইএম