ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে লকডাউন বাড়ল

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৩ জুন ২০২১

বাগেরহাটে আরও এক সপ্তাহের লকডাউন বাড়ানো হয়েছে। বুধবার (২৩ জুন) বিকালে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত মনিটরিং কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় করোনা সংক্রামণের হার বেড়ে যাওয়ায় সর্বসম্মত সিদ্ধান্তে ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। এসময় ব্যক্তিগত যানবাহন থেকে শুরু করে সবধরনের যাত্রীবাহী গণ পরিবহন, নৌযানসহ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। কাঁচাবাজার, মুদি দোকান, হোটেল-রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

সেখানে আরও বলা হয়, মোংলা বন্দর এ লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শওকত আলী বাবু/আরএইচ/জেআইএম