বিজয়নগরে গাঁজাসহ আটক ছাত্রলীগ নেতা মান্না বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ মান্নাকে (২২) সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (২৩ জুন) তিনি গাঁজাসহ বিজিবির হাতে আটক হন।
মান্নার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘আসিফ মান্না ছাত্রলীগের নীতি ও আদর্শের পরিপন্থী কাজে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রীয় সাংসদের কাছে সুপারিশ করা হয়েছে।’
এর আগে বুধবার (২৩ জুন) বিকেলের দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের বিষ্ণপুর (বিওপি) ক্যাম্পের সামনে গাঁজাসহ আসিফ মান্নাকে আটক করেন বিজিবি সদস্যরা। এ সময় তিন কেজি গাঁজা এবং একটি সিএনজি জব্দ করা হয়।
আসিফ মান্না উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামের ফারুক চৌধুরীর ছেলে।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা