সুন্দরবনে বাগদা পোনা আহরণের সময় ৫ জেলে আটক
ফাইল ছবি
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রাজাখালী খালে অবৈধভাবে বাগদা পোনা আহরণের সময় ৫ জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা।
বৃহস্পতিবার (২৪) ভোর ৬টায় স্মার্ট পেট্রল টিমের দলপতি কোবাদক বন স্টেশন অফিসার (এসও) মো. নাসিরউদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শ্যামনগরের টেংরাখালী গ্রামে সফেদ গাজীর ছেলে মোশারফ গাজী ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম, সাকাত শেখের ছেলে কাদের শেখ, জিয়াদ গাজীর ছেলে অমেদ আলী এবং বৈশখালী গ্রামে শেখ রাশিদুলের ছেলে ফজের আলী।
স্মার্ট পেট্রল টিমের দলপতি মো. নাসিরউদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি নৌকা, ড্রাম, দা, বৈঠা, দুটি জাল ও দড়িসহ দুই হাজার বাগদা মাছের পোনা জব্দ করা হয়। জব্দকৃত পোনাগুলো তাৎক্ষণিকভাবে নদীতে অবমুক্ত করা হয়েছে।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, ‘সুন্দরবনে নদ-নদীতে সব ধরনের মাছের পোনা আহরণ নিষিদ্ধ রয়েছে। এরমধ্যেই সুন্দরবনে অবৈধভাবে নদীতে মাছের পোনা আহরণ করার সময় অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়। তাদের বন আইনে আদালতে পাঠানো হয়েছে।’
আহসানুর রহমান রাজীব/এসএমএম/জিকেএস