ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সালথায় টিনের চাল কেটে ৬ দোকানে চুরি

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৫ জুন ২০২১

ফরিদপুরের সালথায় টিনের চাল কেটে ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসব দোকান থেকে নগদ টাকাসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজারে এ ঘটনা ঘটে। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

jagonews24

ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার (২৪ জুন) সকালে দোকানগুলো খুলে দেখা যায়, মুজিবুর রহমান, কবির মোল্যা, আরিফ হোসেন, সাইফুল ইসলাম, রুমান ইসলাম ও নিশাত নামে ছয় ব্যবসায়ীর কাপড়, মোবাইল ফোনের শো-রুম ও মুদি দোকানের টিনের ছাউনি কাটা। পরে তারা দোকানে ঢুকে দেখেন নগদ টাকাসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল নেই।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন কে বি নয়ন/এমএসএইচ/জিকেএস