ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ভূবেনশ্বর নদী থেকে অবৈধ ১১ বাঁধ অপসারণ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১০:৩০ এএম, ২৫ জুন ২০২১

ফরিদপুরের চরভদ্রাসনের সদর এলাকার ভূবেনশ্বর নদীতে অবৈধ ১১টি বাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বাঁধগুলো অপসারণ করে উপজেলা মৎস্য বিভাগ।

চলতি বর্ষা মৌসুমে এ নদীর বিভিন্ন স্থানে বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ নিধন করা হচ্ছিল। এ কারণে নদীতে অভিযান চালিয়ে ১১টি বাঁধ, ছয়টি চায়না দোয়ারী ও একটি ভেসাল (মাছ ধারার ফাঁদ) অপসারণের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

চরভদ্রাসন উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান জানান, প্রতি বছর আষাঢ়-শ্রাবণ মাসে পদ্মা নদী থেকে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা উঠে এসে উপজেলার ভূবেনশ্বর নদী দিয়ে বিভিন্ন বিল, খাল, পুকুর ও জলাশয়ে বংশ বিস্তার হয়ে থাকে। তাই মাছের পোনা বিস্তারের স্বার্থে ভুবেনশ্বর নদীতে অভিযান চালানো হয়।

জানা গেছে, চলতি বর্ষা মৌসুম শুরুর পর থেকে উপজেলা সদরে ভূবেনশ্বর নদীর বিএস ডাঙ্গী গ্রামের নজুর দোকান এলাকায় নদীর বাঁধ, লোহারটেক গ্রামের বাঁধ, বাছার ডাঙ্গী গ্রামের বাঁধ, সরদার ডাঙ্গী ব্রিজ এলাকার বাঁধ ও মৌলভীরচর বাজার এলাকার নদীর বাঁধগুলো অপসারণ করে মৎস্য বিভাগ।

অভিযানে অংশ নেন চরভদ্রাসন থানার এএসআই হাওলাদার ওমর, তিন পুলিশ কনস্টেবল,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামীম আরফিনসহ কর্মচারীরা।

এন কে বি নয়ন/এমএসএইচ/এমএস