কুমিল্লা থেকে বিশেষ কৌশলে গাঁজা সংগ্রহ করতেন আমেনা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল এলাকা থেকে আমেনা বেগম (৩৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৫ জুন) বিকেল ৩টায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ৯টায় ওই নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমেনা বেগম মুন্সিগঞ্জের দক্ষিণ উগাকান্দি এলাকার মো. নুর আলমের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন ভূইয়ারপাড় আলসাভা এলাকায় বসবাস করার পাশাপাশি গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমেনা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিশেষ কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এস কে শাওন/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ