ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে ৩ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৫ জুন ২০২১

দিনাজপুরের বিরামপুর সীমান্তে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে দুই নারীকে আটক করেছে পুলিশ। এছাড়া গাঁজাসহ এক নারীসহ দুইজনকে আটক করা হয়।

শুক্রবার (২৫ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আসমা বেগম (৪০), মিশু আক্তার (২৫), সাকিরুল ইসলাম (৩৮) ও রাবেয়া বেগম (৩০)।

বিরামপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বিরামপুর পৌরশহরের ঘাটপাড় ব্রিজের পূর্বপাশের চারমাথা মোড় থেকে আসমা ও মিশুকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭ ফেনসিডিল জব্দ করা হয়।

এছাড়া থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জোতবানী ইউনিয়নের একইর গ্রামে অভিযানে চালানো হয।। এসময় গাঁজা বিক্রির সময় সাকিরুল ইসলাম ও রাবেয়া বেগমকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে আধা কেজি গাঁজা জব্দ করা হয়।

এমদাদুল হক মিলন/এএএইচ/এএসএম