ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাঁটিয়ে আদালতে নেয়া হলো ৯ জুয়াড়িসহ ২০ আসামিকে

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৫ জুন ২০২১

সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় আরও ১১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ জুন) দুপুরে ৯ জুয়াড়িসহ ২০ আসামিকে হাতকড়া পরিয়ে থানা থেকে প্রায় দেড় কিলোমিটার পথ হাঁটিয়ে আদালতে নেয়া হয়।

জুয়া খেলার অপরাধে আটকরা হলেন-পুরাতন সাতক্ষীরা এলাকার নয়ন, মারুফ, সাগর, আল আমিন, মধু মোল্লা, আবদুল্লাহ, তুহিন, আসাদুল ও মোমিন।

পাসপোর্ট আইনে ও অন্যান্য মামলায় গ্রেফতাররা হলেন-প্রীততিশ মণ্ডল, মুক্তা মণ্ডল, মো. টুটুল, সুজিত ঘোষ, খাদিজা খাতুন, মোছা. আরিফা খাতুন, সেলিম পাড়, আক্তারুল ইসলাম ও আনারুল ইসলাম।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (২৪ জুন) রাতে শহরের পুরাতন সাতক্ষীরার কুলিনপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। পরে আরও ১১ আসামিকে গ্রেফতার করা হয়। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম