কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে ককটেল হামলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজলের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ জুন) দুপুর আড়াইটায় বসুরহাট পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের হ্যাপী মহলে এ ঘটনা ঘটেছে। সজল বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী বলে জানা যায়।
শাহাদাত হোসেন সজল অভিযোগ করে বলেন, হেলমেট পরা সাত-আট জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় হামলাকারীরা চারটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিকট শব্দে বিস্তারিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা সজলের মা মাকসুদা আক্তার হ্যাপী বসুরহাট পৌরসভা ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। তিনি ওই বাড়িতে বসবাস করেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি