ভাইয়ের বৌভাতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে বড় ভাইয়ের বৌভাত অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে মোস্তাফিজুর রহমান (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর ওই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আমিনুর রহমানের ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিদুল ইসলাম বলেন, শুক্রবার (২৫ জুন) নিহতের বড় ভাইয়ের বিয়ে হয়। শনিবার (২৬ জুন) সকালে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরের দিকে মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ লাইনের সঙ্গে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস