ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শাজাহান খানের বাবাকে কটূক্তি, জেলা আ.লীগ সভাপতিকে উকিল নোটিশ

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৬ জুন ২০২১

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানের বাবা মৌলভী আছমত আলী খানকে কটূক্তি করায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়ে উকিল নোটিশ দেয়া হয়েছে।

শনিবার (২৬ জুন) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান হাওলাদার।

তিনি অভিযোগ করেন বলেন, সম্প্রতি রাজৈরে এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বাবা স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, যা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের জন্য বেমানান।

jagonews24

তিনি বলেন, স্বাধীনতা পদক দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই পদক নিয়ে কটূক্তিমূলক কথা বলা মানে আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করা। তাই জেলা আওয়ামী লীগের সভাপতির ক্ষমা চাইতে হবে। আমরা উকিল নোটিশ পাঠিয়েছি, এ নোটিশের ক্ষমা চেয়ে সঠিক উত্তর না দিলে তার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবো।

এ সময় মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিয়া, মাদারীপুর জেলা আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কে এম নাসিরুল হক/আরএইচ/জিকেএস