শাহজাদপুরে তিন দিনে শিশুসহ ৪ জনের আত্মহত্যা
ফাইল ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে দিন দিন আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। গত তিনদিনে এ উপজেলায় শিশুসহ চারজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সর্বশেষ রোববার (২৭ জুন) শাহজাদপুরের কাশিপুর গ্রামে মোবাইল কিনে না দেয়ায় অভিমানে সোহাগ হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যা করেছে।
এর আগে শনিবার (২৬ জুন) গালা ইউনিয়নের জামিরতা কাশিপুর গ্রামের আবদুল মতিন (৫৬) ও পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামে সুজন প্রামাণিক (২৫) আত্মহত্যা করেন। শুক্রবার (২৫ জুন) মায়ের সঙ্গে অভিমান করে পোরজনা ইউনিয়নে কাশিপুর গ্রামে আব্দুল মালেকের ছেলে মো. সজিব (৮) আত্মহত্যা করে।
শাজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান উপজেলায় আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমকেএইচ