ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৮ জুন ২০২১

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৭৬২ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা, ১ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (২৮ জুন) দুপুর ১টায় র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

এর আগে রোববার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টায় তাদের আটক করা হয়।

jagonews24

আটকরা হলেন মো. জাবেদ বেপারী (৩৮), মো. হেলাল উদ্দিন (৪৪), মো. সাইফুল (২২) ও দিলীপ চন্দ্র রায় (২২)।

কর্নেল তানভীর জানান, রোববার দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজার একটি বড় চালান নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মাদক ডিলার মো. জাবেদ বেপারীর কাছে সরবরাহ করার সময় র‍্যাবের একটি দল তাদের হাতেনাতে আটক করে।

jagonews24

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, তারা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা দিনাজপুরসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এস কে শাওন/এসএমএম/এএসএম