ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইনসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৮ জুন ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ কোটি ৩৫ লাখ টাকার হেরোইনসহ মো. মারুফ হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৮ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার ছাত্রাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মারুফ ভোলাহাট উপজেলার বড়ইগাছি এলাকার বাসিন্দা।

বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে ছত্রাজিতপুর বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মারুফকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা।

মারুফের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোহান মাহমুদ/এসজে/এএসএম