সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের অভিযোগে কারাগারে সৎ বাবা
সাতক্ষীরার কালিগঞ্জে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মো. আব্দুল আলিম (৩৬) উপজেলার হাসানকাটি গ্রামের খোরশেদ আলীর ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে তার সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। এ মামলায় আব্দুল আলিমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহসানুর রহমান রাজীব/ইএ