ফতুল্লায় চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজা (৫৫) নামের এক চালককে জবাই করে হত্যার পর ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৯ জুন) ভোরে ফতুল্লার ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাজা ফতুল্লার মাসদাইর এলাকার আবুল হাজীর বাড়িতে ভাড়ায় থাকতেন। তিনি স্থানীয় জামাল শেখের ইজিবাইক ভাড়ায় চালাতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কিছুদিন আগে রাজার স্ত্রী মারা যান। ফলে দিনের বেলায় আট বছরের শিশুকে দেখাশোনা করে রাতে ঘুম পাড়িয়ে ইজিবাইক চালাতেন। রাতের কোনো এক সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থালে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা ইজিবাইকটি নিয়ে যান।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, ইজিবাইক ছিনতাই করতে হত্যার ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
মো. শাহাদাত হোসেন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়