গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মোস্তফা। বয়স আনুমানিক ৪০ বছর। আহতের নাম মো. রফিকুল ইসলাম (২৭)। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্য। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল মিয়া বলেন, সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ইউটা গার্মেন্টেসের সামনে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে অজ্ঞাতনামা একটি বাসচাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা মো. মোস্তফা ঘটনাস্থলেই মারা যায়। আহত হন পুলিশ সদস্য রফিকুল ইসলাম। পরে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এবং রফিকুল ইসলামকে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু