বাগেরহাটে আক্রান্ত-উপসর্গে ৫ জনের মৃত্যু
ফাইল ছবি
বাগেরহাটে কঠোর বিধিনিষেধ সত্বেও সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ১১৬ জন।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মিরাজুল করিম বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। দিন দিন যেভাবে রোগীর চাপ বাড়ছে তাতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে বর্তমানে ৩৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১১৬ জন পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় প্রায় পাঁচ শতাংশ বেশি।
শওকত আলী বাবু/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে
- ২ কক্সবাজার-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ দুজনের মনোনয়ন বাতিল
- ৩ রেজা কিবরিয়ার চেয়ে সম্পদে এগিয়ে স্ত্রী
- ৪ যশোরে বিএনপি-ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল
- ৫ মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল