এক পাঙ্গাসের দাম ২৭ হাজার
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ওমর হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ।
বুধবার (৩০ জুন) বেলা ১১টায় দৌলতদিয়াঘাট থেকে এ মাছটি ২৭ হাজার ২৫০ টাকায় কিনে নেন কেসমত মোল্লা আড়তের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে এটি ঢাকায় বিক্রি হয় ২৭ হাজার ৩০০ টাকায়।
জানা যায়, মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাতে ওমর হালদারের জালে এ বড় পাঙ্গাস মাছটি ধরা পরে। পরে দৌলতদিয়া ঘাটে আনা হলে কেসমত মোল্লার আড়ত থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
ব্যবসায়ী মোঃ. চান্দু মোল্লা বলেন, ‘মাছটি ঘাটে এনে ওজন করা হয়। এতে এর ওজন ২১ কেজি হয়। এরপর ওই জেলের কাছ থেকে মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেই। পরে এটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২৭ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়।’
রুবেলুর রহমান/এসএমএম/এমকেএইচ