ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে ৪ অবৈধ করাত কল উচ্ছেদ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০১:১০ এএম, ০১ জুলাই ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চারটি অবৈধ করাত কল উচ্ছেদ করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম নুরপুর ইউনিয়নের সুতাং বাজার, ব্রাক্ষণডুরা ইউনিয়নের পুরাইকলা বাজার ও উলুহর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করাত কলগুলো উচ্ছেদ করে।

এগুলোর মধ্যে রয়েছে, উলুহর বাজারের রকিব মিয়ার করাত কল, পুরাইকলা বাজারের মোজাম্মেল হকের করাত কল, সুতাং বাজারের আব্দুল কাদিরের করাত কল ও নাসির হোসেনের করাত কল।

এ অভিযানে শায়েস্তাগঞ্জ বন বিভাগের রেঞ্জার শহীদুল ইসলাম ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এএইচ