ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিবেশীকে দেখতে গিয়ে নিরীহ ব্যক্তির ৪ ঘণ্টা হাজতবাস!

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০১ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অনুমতি নিয়ে হাজতে আসামির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রুহুল আমিন নামের এক ব্যক্তি। এসময় তাকে চার ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ জুন) বিকেলে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ভুক্তভোগী রুহুল আমিন রূপগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

রুহুল আমিন জানান, বুধবার বিকেলে রাজু নামের তার এক প্রতিবেশী ছোটভাইকে গ্রেফতার করেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন। রাজু একজন কাপড় ব্যবসায়ী। বিকেল ৪টার দিকে রুহুল আমিন তাকে দেখতে ফাঁড়িতে যান। সেখানে কর্মরত কনস্টেবল সাক্ষাতের জন্য তাকে অনুমতি দেন। বিষয়টি জানতে পেরে ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন তাকে কোনো কারণ ছাড়াই চড়-থাপ্পড় মারেন। এক পর্যায়ে ইনচার্জ নাজিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনকে হাজতে আটকে রাখেন। রাত ৮টার দিকে অনেক কাকুতি-মিনতির পর তাকে ছেড়ে দেয়া হয়। কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রুহুল আমিন।

অভিযোগের বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পুলিশ ফাঁড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে রাজুকে গ্রেফতার করা হয়েছে। রুহুল আমিনও তার সহযোগী ছিলেন। এ কারণে তাকে রাজুর সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। তবে কাউকে হাজতে আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি।

মীর আব্দুল আলীম/এসআর/জিকেএস