ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে সারাদিন ‘রেইন ডাউন’

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০১ জুলাই ২০২১

করোনা সংক্রমণ রোধে সারাদেশের মতো গোপালগঞ্জেও বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। সকাল থেকেই গোপালগঞ্জ শহরসহ কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় মার্কেট, হাট-বাজার ও দোকানপাট বন্ধ।

জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যা খুব কম। সকাল থেকেই ভারি বর্ষণ শুরু হওয়ায় কেউ ঘর থেকে বের হতে পারছেন না। কার্যত বৃষ্টির কারণেই মানুষ ঘরে থাকতে বাধ্য হয়েছেন।

এদিকে মুষলধারে বৃষ্টির মধ্যে যদিও দু-একজন ঘর থেকে বের হচ্ছেন, তাদের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জেরার সম্মুখীন হতে হচ্ছে। উপযুক্ত কারণ বললেই কেবল বাইরে বের হওয়ার অনুমতি মিলছে।

jagonews24

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারঘোষিত সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

গোপালগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু বলেন, সকাল থেকে ভারি বর্ষণ লকডাউন কার্যকর করতে সহায়ক ভূমিকা পালন করেছে। মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে।

সর্বাত্মকভাবে লকডাউন পালনে সবার সহযোগিতা কামনা করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

মেহেদী হাসান/এসআর/জেআইএম