ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৮:০১ পিএম, ০১ জুলাই ২০২১

রাঙ্গামাটি বেতার কেন্দ্র এলাকা থেকে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে রাঙ্গামাটি বেতার ভবন সংলগ্ন ঝোঁপ থেকে বানরটি আহত অবস্থায় উদ্ধার করেন কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা ও রবি চাকমা।

তারা জানান, লকডাউনের কারণে গাড়ি না চলায় তারা হেঁটে অফিসে যাচ্ছিলেন। এসময় ঝোঁপের ভেতর দিয়ে আসার সময় বিড়ালসদৃশ একটি প্রাণীকে পড়ে থাকতে দেখেন। পরে কাছে দিয়ে দেখেন এটি লজ্জাবতী বানরের বাচ্চা সামনে একটি পা বিচ্ছিন্ন হয়ে আহত অবস্থায় পড়ে রয়েছে। সেটি বেতার কেন্দ্রে নিয়ে এসে প্রাথমিক সেবা দিয়ে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের লোকজনের কাছে বানরটি হস্তান্তর করা হয়।

রাঙ্গামাটি বন বিভাগের সদর রেঞ্জ অফিসার এস এম মাহবুবুল আলম বলেন, এক সময় পার্বত্য চট্টগ্রামে এই প্রজাতির বানর পাওয়া গেলেও এখন প্রায় বিলুপ্ত। এটি বাচ্চা বানর, এই এলাকায় হয়তো মা বানরটিও থাকতে পারে। তবে বাচ্চা বানরটি কুকুর বা অন্য কোনো প্রাণীর আক্রমণে পা বিচ্ছিন্ন হয়েছে।

তিনি আরও বলেন, বানরটি প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা করে সুস্থ কারার পর সিদ্ধান্ত নেয়া হবে এটি কোথায় অবমুক্ত করা হবে।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ এম নূরুল আমিন।

শংকর হোড়/এএইচ/জেআইএম