ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৩ জুলাই ২০২১

রাঙ্গামাটিতে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে বিভিন্ন সময়ে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত চার কৃষকের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

শনিবার (৩ জুলাই) সকালে কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার অর্থ তুলে দেয়া হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী তাদের মাঝে অর্থ বিতরণ করেন।

এসময় চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিংমং চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কিরঞ্জয় চাকমা, উচিংথোয়াই মারমা ও মংসুইথুই মারমা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী বলেন, কাপ্তাইয়ে বিভিন্ন সময়ে হাতির আক্রমণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলা পরিষদ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। ভবিষ্যতে এ ধারা বজায় থাকবে।

শংকর হোড়/এএইচ/এমএস