প্রেমিকের সঙ্গে ঘুরতে বের হয়ে ধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকের সঙ্গে ঘুরতে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গার্মেন্টস কর্মী (২০)।
শুক্রবার (২ জুলাই) দিবাগত রাতে অভিযুক্ত প্রেমিক মিরাজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মিরাজ ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের সরদার বাড়ী বৌ বাজারস্থ জয়নাল মিয়ার ভাড়াটিয়া ও ভোলা জেলার চর ফ্যাশনের আব্দুল্লাপুরের মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ জানান, ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মীর সঙ্গে চার মাস আগে ফতুল্লার দাপার বুড়িগঙ্গাপাড় নদীর পূর্ব পাশের ওয়াকওয়েতে হাটতে গিয়ে মিরাজের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে গত এক মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতেন।
অন্যদিনের মতো শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তারা দাপা বালুরঘাট এলাকায় ঘুরতে যান।
এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর পাড়ে চলাচলের রাস্তার পাশে মিরাজ তরুণীকে ধর্ষণ করেন। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ দেন। রাতেই মিরাজকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত মিরাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মো. শাহাদাত হোসেন/এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ২ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৩ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৫ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন